Projukti Kotha

ওয়েব পেইজের (WEB Page) বিশাল ভান্ডার পৃথিবীর বিভিন্ন স্থানে সংরক্ষিত রয়েছে। আর এসব ওয়েব পেইজ-এ আছে বিভিন্ন তথ্য এবং ডাটা বা ডেটা। এটা কার পক্ষে সম্ভব নয় যে কোন বিষয়ের তথ্য পৃথিবীর কোথায় কোথায় জমা আছে তা জানা। একমাত্র Search Engine বা সার্চ ইঞ্জিন হল এমন কিছু ওয়েব পেইজ যেগুলো ব্যবহারকারীর পক্ষ থেকে তার প্রয়োজনীয় বিষয়টি খুঁজে বের করে দেয়, বর্তমানে সার্চ ইঞ্জিন (Search Engine) এর সাথে আমরা কম বেশি ভালোভাবে পরিচিত। ডিজিটাল যুগে কোন কিছুর জানার জন্য সার্চ ইঞ্জিনে সার্চ করে সহজে উত্তর পেয়ে যায়। কোন কিছু খুঁজে বের করার জন্য সার্চ ইঞ্জিন এর ভূমিকা অপরিহার্য। তাই আমার জেনে নেই সার্চ ইঞ্জিন কি এবং সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে :

সার্চ ইঞ্জিন কি (What is Search Engine)?

সার্চ ইঞ্জিন একটি সফটওয়্যার টুল যা ওয়ার্ল্ড ওয়াইট ওয়েব থেকে ইনফর্মেশন খুঁজে বের করে । ইন্টারনেটে কোন তথ্য সার্চ করার ফলে সার্চ ইঞ্জিন সেই তথ্য জমিয়ে রেখে বিভিন্ন ওয়েব পেইজ থেকে বাছাই করে তথ্যটি খুঁজে দেয় । সার্চ ইঞ্জিন গুরুত্বপূর্ণ শব্দের সূত্র ধরে ওয়েবসাইট খুঁজে বের করে আর ওয়েব পেজ থেকে কোন কিছু খোঁজাকে সার্চ বলে।  খোঁজার কাজটি সু-সম্পন্ন করার জন্য বেশ কিছু সার্চ ইঞ্জিন রয়েছে।

ইউটিউব এসইও (YouTube SEO) কি? কিভাবে এসইও করবেন

সার্চ ইঞ্জিনের কাজ কি মূলত (What is the function of Search Engine)?

গুরুত্বপূর্ণ শব্দের সূত্র ধরে ওয়েবসাইট খুঁজে বের করাই সার্চ ইঞ্জিনের কাজ। সার্চ ইঞ্জিনের আরেকটি কাজ হচ্ছে সঠিক তথ্য ও উত্তর খুঁজে বের করা,সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য বা বিষয়টি খুঁজে বের করে দেয় ।

Search Engine

সার্চ ইঞ্জিন এর প্রকারভেদ ( Types of Search Engines): ধরা হয় যে সার্চ ইঞ্জিন মূলত চার ধরনের। নিম্নরূপ :-

  1. Crawler Search Engine
  2. Web Directors
  3. Hybrid Search Engine
  4. Meta Search Engine

আবার অ্যালগরিদম ( Algorithm) এবং কার্যক্রমের উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিন ( Search Engines) কে তিন ভাগে ভাগ করা যায়। যথা: 

১.প্রাইমারি সার্চ ইঞ্জিন ( Google, Bing, Yahoo)

২.সেকেন্ডারি সার্চ ইঞ্জিন ( MSN, Snap)

৩.টার্গেটেড সার্চ ইঞ্জিন ( AOL, Lycos, AltaVista Etc)

ইন্টারনেট কি এবং ইন্টারনেট কিভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য

কোন তথ্য খোঁজার জন্য বেশ কিছু জনপ্রিয় সার্চ ইঞ্জিন ( List of Search Engine) রয়েছে সেগুলো নিম্নরূপ:-

ব্রডব্যান্ড সংযোগ বা লাইন নেওয়ার আগে যে বিষয়গুলো জেনে নেওয়া উচিত

বর্তমানে পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন হচ্ছে Google (গুগল)। মাইক্রোসফট এর নতুন সার্চ ইঞ্জিন Bing আর পিপীলিকা (Pipilika) বাংলাদেশের প্রথম এবং একমাত্র সার্চ ইঞ্জিন যা বাংলা ও ইংরেজিতে সাথে কাজ করতে সক্ষম ।

সার্চ ইঞ্জিনে ব্যবহৃত সফটওয়্যার ( Software used in search engines) :

সার্চ ইঞ্জিন সমূহ তিনটি প্রধান সফটওয়্যার এর মাধ্যমে তাদের কর্মকাণ্ড সম্পন্ন করে থাকে। সফটওয়্যার গুলো হল-

  1. Web Crawler by Spider software
  2. Index Software
  3. Query Software

Search Engine crawler

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে ( How Search Engines Work):

সার্চ ইঞ্জিন একটি স্পাইডার (Spider )পাঠিয়ে সমস্ত লাইভ ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে থাকে। সার্চ ইঞ্জিনের আরেকটি সফটওয়্যার হলো ইনডেকার। এটি মূলত তথ্য গুলো জমা রাখে ধাপে ধাপে এবং লেখা মানসম্মত না হলে Index সফটওয়্যার সার্চ ইঞ্জিন থেকে সেসব তথ্য মুছে ফেলে, তথ্য মুছে ফেলার একটি প্রোগ্রাম রয়েছে তা হলো প্রোপার্টি  অ্যালগরিদম। এটি প্রয়োজনীয় তথ্যগুলো বাছাই করে এবং ডুপ্লিকেট তথ্য মুছে দেয়, যার ফলে সার্চ ইঞ্জিনে সার্চ করার পর আমরা আমাদের কাঙ্খিত তথ্যটি ও সঠিক বা উপযুক্ত তথ্য পেয়ে থাকি।

স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই জানা জরুরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *