Projukti Kotha

রাউটার বা Wifi Speed বাড়িয়ে নিন খুব সহজে – প্রযুক্তি কথা

রাউটার বা Wifi Speed বাড়িয়ে নিন কারণ ওয়াইফাই স্পিড না থাকলে ইন্টারনেট ব্যবহার করতে অনেক দূর্ভোগ পোহাতে হয় এটি সবার জন্যই খুব বিরক্তিকর মুহূর্ত | নিচে দেওয়ার টিপস গুলো ফলো করলে আশা করি আগে থেকে কিছুটা হলেও ওয়াইফাই এর স্পিড বেশি পাবেন তবে চলুন শুরু করা যাক :

 

রাউটারের স্থান পরিবর্তন করুন :

রাউটারের এর অবস্থান সব সময় বাড়ির মাঝামাঝি জায়গায়  বা এমন কোনো জায়গায় রাখা উচিত যাতে রাউটারের সিগনালে বাধা সৃষ্টি না হয়।বিল্ডিং এর দেয়াল কারণে রাউটারের সিগনালে বাধা সৃষ্টি করে যার ফলে ওয়াইফাই এ ভালো স্পিড পাওয়া যায় না । তাই বলা হয় স্থান বা জায়গা নির্বাচন ওয়াইফাই বা রাউটারের এর স্পিড বাড়ানোর জন্য সব থেকে কার্যকর উপায়।

মাটি থেকে ৫ ফুট উচ্চতায় :

কাছাকাছি অবস্থানে রাউটারটি বসালে সিগনাল সবচেয়ে ভালো মেলে। মাটি থেকে ৫ ফুট উচ্চতায় রাখুন।রাউটারের সিগনালে ব্যাঘাত ঘটাতে পারে এমন কোনও ডিভাইসের সঙ্গে রাখবেন না। কারণ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ রাউটারের ইন্টারনেটের গতি অনেকখানিই কমিয়ে দেয়। তাই, টিভির সামনে এবং কর্ডলেস ফোনের বেস, অন্য কোনও রাউটার, মাইক্রোওয়েভ ইত্যাদি সামনে রাখা যাবে না। কারণ এসব স্থানে রাখলে ইন্টারনেটের সঠিক স্পিড পেতে সমস্যা হতে পারে ।

বেশি ডিভাইস কানেক্ট করা থেকে বিরত থাকুন :

একসাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট করলে রাউটারের স্পিড কমে যায়|তার জন্য নিরাপদ একটি পাসওয়ার্ড ব্যবহার করা খুবই প্রয়োজনীয়|একসাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট করলে তখন দেখা যায় অনেকেই ইন্টারনেট ব্রাউজিং করার পাশাপাশি ডাউনলোড করতে চাই সে ক্ষেত্রে বাকিদের ইন্টারনেটের স্পীড পেতে সমস্যা হয় তখন আপনি চাইলে ঐ ডিভাইসের ব্যান্ডউইথ কমিয়ে দিতে পারবেন |

রাউটার প্রতিদিন অন্তত কিছু সময় বন্ধ রাখতে হবে :

প্রতিদিন কমপক্ষে ১০ মিনিট বন্ধ রাখা দরকার| বিশেষ করে বজ্রপাতের সময় রাউটার অন করে রাখা যাবে না | বিদ্যুৎ-সংযোগে বজ্রপাতের ফলে রাউটারে অতিরিক্ত ভোল্টেজ চলে আসে যার ফলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে |

রাউটারে সাথে রিপিটার সংযোগ দেওয়া :

রিপিটার রাউটারের সিগনাল কি আরও বিস্তৃত করে | বর্তমানে রিপিটারের দামও তুলনামূলক ভাবে কম আর এটি রাউটারের সাথে সংযোগ দেওয়া খুব সহজ |

USB পোর্ট সহ রাউটার ব্যবহার করুন:

এএখন বাজারে USB পোর্ট সহ রাউটার পাওয়া যায় আপনি চাইলে গুগল এ সার্চ করে দেখে নিতে পারেন। USB পোর্ট সহ রাউটার ব্যবহার করলে এক্সটার্নাল হার্ড ড্রাইভ রাউটার কানেক্ট করতে পারেন এবং প্রিন্টারও কানেক্ট করতে পারেন। এতে রাউটার কানেক্টথাকা কোনও ডিভাইস থেকে আপনি চাইলে সহজেই প্রিন্ট করতে পারবেন । আর, USB পোর্ট সহ রাউটার শক্তিশালী এবং বেশ সিগনালও ভালো পাওয়া যায় | এই টিপস গুলো ফলো করে আগের থেকে Wifi Speed বাড়িয়ে নিন |

 

দেখে নিন স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই জানা জরুরি

Exit mobile version